১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সন্দেহে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আটক ৬

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সন্দেহে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোর রাতে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামওয়েল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) হাতিয়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) ও একটি পাজেরো (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) ট্রাকটির গতিরোধ করে। টহল পুলিশের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

সন্দেহ হওয়ায় দুই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি লাইসেন্সকৃত শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, লেজার লাইট, দুটি সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরে তিনটি গাড়ি ও ছয়জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—আকাশ মিয়া (২৫), জাহিদুল (৩৪), রহিম (১৯), নাজিম উদ্দিন (৩০), সুমন মিয়া (৩৫) ও মারুফ হোসেন (৩০)।

যমুনা সেতু পূর্ব থানার ওসি সবজেল হোসেন জানান, হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার রাখা হয়েছে। সোমবার ভোরেও সন্দেহজনকভাবে চলাচল করায় গাড়িগুলো থামানো হয়। তল্লাশিতে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যাওয়ায় তাদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

যমুনা সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সন্দেহে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আটক ৬

প্রকাশের সময় : ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সন্দেহে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোর রাতে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামওয়েল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) হাতিয়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) ও একটি পাজেরো (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) ট্রাকটির গতিরোধ করে। টহল পুলিশের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

সন্দেহ হওয়ায় দুই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি লাইসেন্সকৃত শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, লেজার লাইট, দুটি সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরে তিনটি গাড়ি ও ছয়জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—আকাশ মিয়া (২৫), জাহিদুল (৩৪), রহিম (১৯), নাজিম উদ্দিন (৩০), সুমন মিয়া (৩৫) ও মারুফ হোসেন (৩০)।

যমুনা সেতু পূর্ব থানার ওসি সবজেল হোসেন জানান, হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার রাখা হয়েছে। সোমবার ভোরেও সন্দেহজনকভাবে চলাচল করায় গাড়িগুলো থামানো হয়। তল্লাশিতে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যাওয়ায় তাদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।