শেরপুরের নকলায় ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা–নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা ইউনিয়নের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক হওয়া দু’জন হলেন—শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)। নুরুজ্জামান শেরপুর ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ রাতেই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। নালিতাবাড়ী দিক থেকে নকলার দিকে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে চালক ও আরোহীর হেফাজত থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ঘটনার পর রবিবার (১৬ নভেম্বর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 



















