০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
রামগতিতে উপজেলা সেরা হয়ে জেলায় দ্বিতীয়

আল হিকমা একাডেমির শিক্ষার্থী ইয়াসির আরাফাতকে সংবর্ধনা

রামগতিতে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৫ম গণিত অলিম্পিয়াডে উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতেলক্ষ্মীপুরের  উঠে এসেছে আল হিকমা একাডেমির শিক্ষার্থী মো. ইয়াসির আরাফাত।

লক্ষ্মীপুর জেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাইয়ে সেরা ১২ শতাধিক শিক্ষার্থীকে জেলা পর্যায়ের পরীক্ষার জন্য মনোনীত করা হয়। সেখানেও প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইয়াসির আরাফাত দ্বিতীয় স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়।

এই অর্জনের স্বীকৃতিস্বরূপ চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম আল হিকমা একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসির আরাফাতের পিতা মাওলানা জমির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান, একাডেমির সভাপতি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম মামুনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

মো. ইয়াসির আরাফাতের পিতা মাওলানা জমির হোসেন বলেন,
“আমি অত্যন্ত গর্বিত যে আমার সন্তান রামগতিতে প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। আমি চাই আমার সন্তান ভবিষ্যতে দেশের হয়ে, এমনকি বিশ্বমঞ্চেও সেরা হয়ে উঠুক। আল হিকমা একাডেমির পরিচালক, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—তাদের সমর্থন ও অধ্যবসায়ের কারণেই আজ এই সাফল্য।”
তিনি আরও জানান, সকল অভিভাবকদের উচিত ভালো প্রতিষ্ঠানে সন্তানদের পড়ানো ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো—এতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করতে পারে।

একাডেমির সভাপতি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম মামুন বলেন,
“ইয়াসির আরাফাতের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো রামগতির গৌরব। শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই আজ আমরা এমন সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আরও ভালো ফলাফল উপহার দিতে পারবো।”

প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান বলেন,
“২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল হিকমা একাডেমি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিবেদন এবং অভিভাবকদের আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সামনে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য রয়েছে।”

ইয়াসির আরাফাতের এই অসামান্য সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা করছেন সবাই।

জনপ্রিয়

পটুয়াখালী: কারাগারে অসুস্থ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃ*ত্যু

রামগতিতে উপজেলা সেরা হয়ে জেলায় দ্বিতীয়

আল হিকমা একাডেমির শিক্ষার্থী ইয়াসির আরাফাতকে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

রামগতিতে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৫ম গণিত অলিম্পিয়াডে উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতেলক্ষ্মীপুরের  উঠে এসেছে আল হিকমা একাডেমির শিক্ষার্থী মো. ইয়াসির আরাফাত।

লক্ষ্মীপুর জেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক বাছাইয়ে সেরা ১২ শতাধিক শিক্ষার্থীকে জেলা পর্যায়ের পরীক্ষার জন্য মনোনীত করা হয়। সেখানেও প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইয়াসির আরাফাত দ্বিতীয় স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়।

এই অর্জনের স্বীকৃতিস্বরূপ চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম আল হিকমা একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসির আরাফাতের পিতা মাওলানা জমির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান, একাডেমির সভাপতি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম মামুনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

মো. ইয়াসির আরাফাতের পিতা মাওলানা জমির হোসেন বলেন,
“আমি অত্যন্ত গর্বিত যে আমার সন্তান রামগতিতে প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। আমি চাই আমার সন্তান ভবিষ্যতে দেশের হয়ে, এমনকি বিশ্বমঞ্চেও সেরা হয়ে উঠুক। আল হিকমা একাডেমির পরিচালক, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—তাদের সমর্থন ও অধ্যবসায়ের কারণেই আজ এই সাফল্য।”
তিনি আরও জানান, সকল অভিভাবকদের উচিত ভালো প্রতিষ্ঠানে সন্তানদের পড়ানো ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো—এতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করতে পারে।

একাডেমির সভাপতি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম মামুন বলেন,
“ইয়াসির আরাফাতের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো রামগতির গৌরব। শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই আজ আমরা এমন সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আরও ভালো ফলাফল উপহার দিতে পারবো।”

প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান বলেন,
“২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল হিকমা একাডেমি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিবেদন এবং অভিভাবকদের আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সামনে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য রয়েছে।”

ইয়াসির আরাফাতের এই অসামান্য সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা করছেন সবাই।