০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বিসিএসধারী প্রভাষকদের পদোন্নতির দাবিতে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে শিক্ষকদের কর্মবিরতি

বিসিএস সকল প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে কর্মরত সকল শিক্ষকেরা।

রোববার সকাল থেকেই কলেজটির শিক্ষকেরা কলেজে উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন।
এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারনে ১৬ ও ১৭ নভেম্বরের একাদশ শ্রেণির ক্লাস টেস্ট (সিটি-১) এবং দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করে নোটিশ দিয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী।
কোটালীপাড়া সরকারি আর্দশ কলেজের একাদশ শ্রেণির ছাত্র সজিব জানান, আজ আমাদের সিটি-১ পরীক্ষা ছিল। কলেজে এসে জানতে পারি রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত করে নোটিশ দেওয়া হয়েছে। এই পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক বল্লভ বলেন, আমি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করেও অদ্যবধি একই পদে রয়েছি। অথচ অন্য ক্যাডারে প্রমোশন পেয়েছে অনেক আগেই। এজন্য অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি (ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি) সভা সম্পন্ন করা, ৩৭তম ব্যাচ পযন্ত সকল পদন্নোতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষা পদোন্নতির জিও জারিসহ সুপারনিউমারারি পদসৃজন করাসহ ৪ দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আন্দোলন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবি ও সোমবার আমরা কর্মবিরতি পালন করছি।
কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী বলেন, বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি দেওয়া হলেও কেবল প্রভাষক হিসেবে একজন শিক্ষক ১০ থেকে ১৩ বছর পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এই আন্দোলন একটি যোক্তিক আন্দোলন। আমরা এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন করছি। যে কারনে আজ ও আগামীকাল সকল পাঠদান বন্ধ থাকছে। বিভিন্ন পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আশাকরছি সরকার দ্রুত এই বিষয়টির সমাধানে এগিয়ে আসবে।

জনপ্রিয়

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন জমা

বিসিএসধারী প্রভাষকদের পদোন্নতির দাবিতে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশের সময় : ০৩:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বিসিএস সকল প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে কর্মরত সকল শিক্ষকেরা।

রোববার সকাল থেকেই কলেজটির শিক্ষকেরা কলেজে উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন।
এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারনে ১৬ ও ১৭ নভেম্বরের একাদশ শ্রেণির ক্লাস টেস্ট (সিটি-১) এবং দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করে নোটিশ দিয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী।
কোটালীপাড়া সরকারি আর্দশ কলেজের একাদশ শ্রেণির ছাত্র সজিব জানান, আজ আমাদের সিটি-১ পরীক্ষা ছিল। কলেজে এসে জানতে পারি রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত করে নোটিশ দেওয়া হয়েছে। এই পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক বল্লভ বলেন, আমি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করেও অদ্যবধি একই পদে রয়েছি। অথচ অন্য ক্যাডারে প্রমোশন পেয়েছে অনেক আগেই। এজন্য অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি (ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি) সভা সম্পন্ন করা, ৩৭তম ব্যাচ পযন্ত সকল পদন্নোতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষা পদোন্নতির জিও জারিসহ সুপারনিউমারারি পদসৃজন করাসহ ৪ দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আন্দোলন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবি ও সোমবার আমরা কর্মবিরতি পালন করছি।
কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী বলেন, বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি দেওয়া হলেও কেবল প্রভাষক হিসেবে একজন শিক্ষক ১০ থেকে ১৩ বছর পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এই আন্দোলন একটি যোক্তিক আন্দোলন। আমরা এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন করছি। যে কারনে আজ ও আগামীকাল সকল পাঠদান বন্ধ থাকছে। বিভিন্ন পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আশাকরছি সরকার দ্রুত এই বিষয়টির সমাধানে এগিয়ে আসবে।