থানচি থেকে আলীকদমে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পর্যটক। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে আলীকদম–থানচি সড়কের ১৬ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম টিপু বড়ুয়া (২৮)। তিনি মোটরসাইকেল চালিয়ে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিপু বড়ুয়া চট্টগ্রামের চন্দনাইশ থানার বাসিন্দা বলে জানা গেছে।

আলীকদম প্রতিনিধি: 


















