০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

শিবচরে ভাগ্য বদলের হাতিয়ার: হতদরিদ্রদের হাতে বিনামূল্যে গাভী ও প্রশিক্ষণ

মাদারীপুরের শিবচরে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের গাভী পালনে দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.বি.এম. সৌরভ রেজা শিহাব।

কর্মসূচিটি সার্বিকভাবে পরিচালনা করেন ভিডিএস পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

আজ জানতে পারলাম গাভীগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে কোনো কিস্তি ছাড়াই। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী উদ্যোগ। আশা করি, আপনারা গাভীগুলো বিক্রি না করে এগুলোকে ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। গাভীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা হলে প্রাণিসম্পদ কর্মকর্তারা আপনাদের সহযোগিতা করবেন।

উল্লেখ্য, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) ১৯৮৫ সাল থেকে শিবচরের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে।

জনপ্রিয়

সংবাদ সংগ্রহে গিয়ে মব সন্ত্রাসের শিকার সাংবাদিক

শিবচরে ভাগ্য বদলের হাতিয়ার: হতদরিদ্রদের হাতে বিনামূল্যে গাভী ও প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০১:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

মাদারীপুরের শিবচরে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের গাভী পালনে দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.বি.এম. সৌরভ রেজা শিহাব।

কর্মসূচিটি সার্বিকভাবে পরিচালনা করেন ভিডিএস পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

আজ জানতে পারলাম গাভীগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে কোনো কিস্তি ছাড়াই। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী উদ্যোগ। আশা করি, আপনারা গাভীগুলো বিক্রি না করে এগুলোকে ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। গাভীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা হলে প্রাণিসম্পদ কর্মকর্তারা আপনাদের সহযোগিতা করবেন।

উল্লেখ্য, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) ১৯৮৫ সাল থেকে শিবচরের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে।