বরগুনার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী সাগীর হোসেন লিয়ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
আজ সুপ্রিম কোর্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান বিচারপতি তাঁকে শপথগ্রহণ করান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উর্ধ্বতন বিচারপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, সাগীর হোসেন লিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বিচার বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চমানের কাজ ও আধ্যাত্মিক নিষ্ঠার পরিচায়ক হিসেবে পরিচিত ছিলেন।
বরগুনার জন্য এটি একটি গৌরবোজ্জ্বল ঘটনা—কারণ তাঁর এই সাফল্যের মাধ্যমে জেলা তথা দক্ষিণাঞ্চলের আইন-পরিবার ও সাধারণ জনগণের মনোবল উজ্জীবিত হয়েছে।
এক স্থানীয় আইনজীবী মন্তব্য করেছেন:
“তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন—এটি তাঁর ও বরগুনার জন্য গর্বের অর্জন।”

বরগুনা প্রতিনিধি: 



















