গাইবান্ধা সদর উপজেলার ঝিননাশ্বর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ এবং গাইবান্ধা পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন ওরফে ভ্যাংচা বাবু।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১২ নভেম্বর) গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারের পাশে ঝিননাশ্বর এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করেন লতিফ ও বাবু। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় পুলিশ পরবর্তীতে মামলা দায়ের করে।
এরপর চার দিন পর, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বগুড়া জেলার সদর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
পরদিন বুধবার (১২ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সদর থানা পুলিশ গ্রেফতারকৃত দুই নেতাকে আদালতে প্রেরণ করে। আদালতের নির্দেশে পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লতিফ ও বাবু অতীতেও গাইবান্ধার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ নানা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাদের বিরুদ্ধে গাইবান্ধা থানায় একাধিক মামলা রয়েছে।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 


















