ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রল বোমা-ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আগামীকাল (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লক-ডাউনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে একটি চক্র বোমাগুলো তৈরি করছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে ভাঙ্গা থানা পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আগামীকাল আওয়ামী লীগের ডাকা লক-ডাউন উপলক্ষে একটি মহল নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই।
তিনি আরও জানান, আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের চারচালা টিনের বসত ঘরের ভেতর থেকে বিপুল সংখ্যক পেট্রল বোমা-ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বোমা তৈরিতে ব্যস্ত তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তিন জনকেই আটক করতে সক্ষম হয়। আটকের সময় তাদের একজনের ডান হাতে গুরুতর আঘাত লাগে।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের যে পরিচয় নিশ্চিত করেছে, তা হলো: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে, রাজ ইসলাম (২৫), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে, রাকিব হোসেন (২৪), ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৮)।
গ্রেপ্তারকৃতদের সকল সরঞ্জামসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওসি আশরাফ হোসেন নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত উদ্ধার করা জিনিসপত্রের তালিকা তৈরি করা হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রানা অর্ণব, স্টাফ রিপোর্টার 


















