গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন উপসচিব মো. নুরে আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তর করে আইনবহির্ভূত কার্যক্রমে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডের ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যব্যবস্থা (BDRIS) সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যা প্রশাসনিকভাবে বেআইনি ও জনস্বার্থবিরোধী।
ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর আলমকে তার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সাদুল্লাপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাউদ্দিন বলেন, “জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অভিযোগ ওঠার পর থেকেই আমি ওই ইউনিয়নের নিবন্ধকের দায়িত্ব পালন করছি।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, “দামোদরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে তার সাময়িক বরখাস্তের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য আমার কাছে পৌঁছায়নি।”

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 


















