০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা হলেন—ওমর ফারুক (৪২), ফরহাদ হোসেন (৪০) ও আব্দুল জলিল (৩৫)।

ওসি জানান, তারা সোমবার বিকেলে শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যানার ও পোস্টার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মোটরসাইকেল টহলের পাশাপাশি মোবাইল টিমও মাঠে রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শাহজাদপুরে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর তৎপরতা বেড়ে গেছে। ফলে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে যাতে কোনো দলীয় সংঘর্ষ বা বিশৃঙ্খলা না ঘটে

জনপ্রিয়

জাবি অধ্যাপকের ফেসবুক পোস্টে অশ্লীল মন্তব্যকারীর বিচার দাবি জাবি ছাত্রদলের

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মী আটক

প্রকাশের সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে মিছিলের প্রস্তুতিকালে তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা হলেন—ওমর ফারুক (৪২), ফরহাদ হোসেন (৪০) ও আব্দুল জলিল (৩৫)।

ওসি জানান, তারা সোমবার বিকেলে শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যানার ও পোস্টার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মোটরসাইকেল টহলের পাশাপাশি মোবাইল টিমও মাঠে রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শাহজাদপুরে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর তৎপরতা বেড়ে গেছে। ফলে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে যাতে কোনো দলীয় সংঘর্ষ বা বিশৃঙ্খলা না ঘটে