মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পথে আসা চোরাকারবারী ও অসাধু ব্যবসায়ীর ভারতীয় পণ্য শহরের এসএ পরিবহন অফিসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তে চোরাচালান পাচারের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনায় ১১( এগার) লক্ষ টাকার মালামাল জব্দ করেন শ্রীমঙ্গল থানার পুলিশ প্রশাসন অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
জব্দকৃত মালামাল হলো ভারতীয় জিরা, অরিস সিগারেট ও কসমেটিকস সামগ্রী পণ্য।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন গতকাল এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস হতে ভারতীয় অবৈধ পণ্য জিরা,অরিস সিগারেট ও কসমেটিকস সামগ্রী পণ্য জব্দ করা হয়। যাহার বাজার মূল্য ১১( এগার) লক্ষ টাকা। তিনি আরও বলেন ভারতীয় অবৈধ পথে চোরাকারবারী যারা দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসার সাথে জড়িত ২/৩ জনের নাম জানতে পেরেছি পুলিশ বিশেষ ক্ষমতা আইন প্রয়োগে গ্রেফতারের চেষ্টা চলছে। চোরাচালান চক্রের ১(এক) জন সদস্য শহরের স্টেশন রোড বর্তমানে আদিল টি হাউজ মোঃ আব্দুল কাইয়ুম কে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মালামাল বিজ্ঞ আদালত নির্দশেক্রমে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান।

শ্রীমঙ্গল প্রতিনিধি , মৌলভীবাজার 



















