০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে বিস্ফোরণ, প্রাণ গেল এক মেডিকেল শিক্ষার্থীর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থী।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নাগবাড়ী এলাকায় একটি মাইক্রোবাস পেছন দিক থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী মোঃ আল আমিন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আগুনে তাঁর শরীর পুড়ে কঙ্কাল হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত আল আমিন প্রফেসর সোহরাব উদ্দিন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির ল্যাবরেটরি ডিপার্টমেন্টের ১৩তম ব্যাচের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও বন্ধুরা জানান, আল আমিন ছিলেন শান্ত, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানিয়েছেন।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে বিস্ফোরণ, প্রাণ গেল এক মেডিকেল শিক্ষার্থীর

প্রকাশের সময় : ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থী।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নাগবাড়ী এলাকায় একটি মাইক্রোবাস পেছন দিক থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী মোঃ আল আমিন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আগুনে তাঁর শরীর পুড়ে কঙ্কাল হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত আল আমিন প্রফেসর সোহরাব উদ্দিন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির ল্যাবরেটরি ডিপার্টমেন্টের ১৩তম ব্যাচের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও বন্ধুরা জানান, আল আমিন ছিলেন শান্ত, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানিয়েছেন।