লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৪ হাজার ১৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল হক, সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম ও রামগতি সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট জুবায়ের উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী ও শীতকালীন গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে ২৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৭০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। আর ২৫ জন কৃষক পান ১ কেজি করে সূর্যমুখীর বীজসহ একই পরিমাণ সার।
সার-বীজ বিতরণের পাশাপাশি কৃষি কর্মকর্তারা উপস্থিত কৃষকদের সরিষা, গম, চিনাবাদাম, মসুর ডাল, হেলন, সয়াবিন ও সূর্যমুখী বীজের রোপণ ও পরিচর্যা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আবু সালমান , লক্ষ্মীপুর 


















