কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন উপজেলা ও থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী এবং নাশকতা কার্যক্রমে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চর রাজিবপুর, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও কর্মীরা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
মোঃ মজিবর রহমান (৪৬), সহ-সভাপতি, রাজিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ;
মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবুল মুন্সি (৬৩), সভাপতি, পাইকেরছড়া ইউনিয়ন ওলামা লীগ;
মোঃ রাইসুল ইসলাম (২৬), ছাত্র সংগঠনের কর্মী;
মোঃ রেজাউল আলম ওরফে এজাজুল ইসলাম (৪৫), সহ-সাধারণ সম্পাদক, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ;
মোঃ জগলুল হায়দার (৫০), সভাপতি, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ;
মোঃ নাজমুল কবির পিয়াস (৩২), সভাপতি, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্র সংগঠন;
মোঃ লুৎফর রহমান (৩৮), যুগ্ম সাধারণ সম্পাদক, নাগেশ্বরী পৌর যুবলীগ;
মোঃ মতিয়ার রহমান (৪৪), সাধারণ সম্পাদক, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ;
মোঃ মনোয়ার হোসেন রনি (৩৯), যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগ;
মোঃ এরশাদুল হক আরিফ (৩০), পৌর ছাত্র সংগঠনের সদস্য;
মোঃ শফিকুল ইসলাম (৩৮), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ;
মোঃ কাইয়ুম আলী (৩৫), পাঠাগার সম্পাদক, বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগ;
ও মোঃ নুর আলম (৪৬), সদস্য, রামখানা ইউনিয়ন আওয়ামী লীগ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন—
“জেলার বিভিন্ন স্থানে একযোগে নাশকতা বিরোধী অভিযান চালানো হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহায়তার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এবিএন ডেস্ক 


















