০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গণপ্রকৌশল দিবস এবং বাংলাদেশ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালি টি সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শফিউল আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি ভবনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন, প্রযুক্তি বিস্তার, অবকাঠামো নির্মাণ ও শিল্পায়নের অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করে উন্নয়নধারাকে এগিয়ে নিতে হবে বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আইডিইবি বরগুনা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

গণপ্রকৌশল দিবস এবং বাংলাদেশ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালি টি সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শফিউল আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি ভবনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন, প্রযুক্তি বিস্তার, অবকাঠামো নির্মাণ ও শিল্পায়নের অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করে উন্নয়নধারাকে এগিয়ে নিতে হবে বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আইডিইবি বরগুনা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।