০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত

টাঙ্গাইলে কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস হাতিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ১০ জন আহত হন।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর, যার মধ্যে একজন শিশু রয়েছে।

হানিফ পরিবহনের যাত্রী মনির হাসান জানান, “এলেঙ্গা থেকে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। তার বেপরোয়া চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর মহাসড়কে স্বল্প সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত

প্রকাশের সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস হাতিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ১০ জন আহত হন।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর, যার মধ্যে একজন শিশু রয়েছে।

হানিফ পরিবহনের যাত্রী মনির হাসান জানান, “এলেঙ্গা থেকে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। তার বেপরোয়া চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর মহাসড়কে স্বল্প সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।