জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নির্দেশনা অমান্য এবং সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা সরকারি কলেজ শাখার ১৫ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশ অনুযায়ী, বরগুনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দিবসটি সক্রিয়ভাবে পালনের কথা থাকলেও কিছু নেতাকর্মী কর্মসূচি যথাযথভাবে পালন করেননি এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে এমন আচরণ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ছাত্রদল একটি আদর্শগত ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। কোনো ধরনের দলবিরোধী কর্মকাণ্ড, স্বেচ্ছাচারিতা বা গ্রুপিং বরদাশত করা হবে না।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতাকর্মীদের তিন দিনের মধ্যে লিখিতভাবে স্বপক্ষে ব্যাখ্যা দিতে হবে। নির্দিষ্ট সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বা অভিযোগ সন্তোষজনকভাবে খণ্ডন করতে না পারলে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংগঠনিক নেতৃত্ব জানান, দলকে শৃঙ্খলার ভিতরে রাখতে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত বিভাজন প্রতিরোধের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বরগুনা প্রতিনিধি 


















