বরগুনার জেলা প্রশাসক মুহাম্মাদ শফিউল আলমকে বদলি করে তাকে ঢাকা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
একই প্রজ্ঞাপনে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সন্দ্বীপ কুমার সিংহ। তিনি এর আগে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষ, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত।
নতুন জেলা প্রশাসক শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
বরগুনার নতুন জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে আশা করছে স্থানীয় প্রশাসন ও জনগণ।

বরগুনা প্রতিনিধি 


















