ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশে এবং আলহাজ্ব ইমাম হাসান আবুসান এর সভাপতিত্বে আজ শনিবার জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি গুরুত্বপূর্ণ “মতবিনিময় ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
সভায় দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম-খতিব এবং তাবলীগ জামাতের আমিরগণ উপস্থিত ছিলেন।
দেশের চলমান প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে আলেম-উলামাদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার আলোয় গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুখতারুদ্দিন সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব,
গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, খতিব, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।
সভা শেষে মিলনমেলা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তোফায়েল আলম ভূঁইয়া, দুর্গাপুর প্রতিনিধি 


















