০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

লালমনিরহাটে ৬ তালা বিশিষ্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমনিরহাট পলিটেকনিক ইনস্টিটিউটে ছয়তলা বিশিষ্ট আধুনিক প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “এই ভবন শুধু একটি নির্মাণকাজ নয়; এটি আমাদের আগামী প্রজন্মের প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আধুনিক জ্ঞানচর্চার নতুন দিগন্ত। ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, লালমনিরহাটে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের যোগ্য কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত সবাই ভবনের সফল নির্মাণ ও প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দোয়া করেন।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, নতুন ভবনটি নির্মিত হলে ইনস্টিটিউটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

লালমনিরহাটে ৬ তালা বিশিষ্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

লালমনিরহাট পলিটেকনিক ইনস্টিটিউটে ছয়তলা বিশিষ্ট আধুনিক প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “এই ভবন শুধু একটি নির্মাণকাজ নয়; এটি আমাদের আগামী প্রজন্মের প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আধুনিক জ্ঞানচর্চার নতুন দিগন্ত। ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, লালমনিরহাটে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের যোগ্য কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত সবাই ভবনের সফল নির্মাণ ও প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দোয়া করেন।

স্থানীয় শিক্ষার্থীরা জানান, নতুন ভবনটি নির্মিত হলে ইনস্টিটিউটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।