শুক্রবার ৭ই নভেম্বর সৈয়দপুর উপজেলা মিনি স্টেডিয়ামে রাইজিং ক্রিকেট একাডেমির উদ্যোগে শুরু হয়েছে দ্বিতীয় সিজনের ইয়াং টাইগার একাডেমি কাপ। সকাল ৯ টায় উদ্বোধনী ম্যাচে রংপুরের আই.জি.এস ক্রিকেট একাডেমি ও লালমনিরহাট ক্রিকেট একাডেমি মুখোমুখি হয়। খেলায় ২২ রানে জয় পায় প্রথম সিজনের চ্যাম্পিয়ন রংপুর।
টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় লালমনিরহাট। নির্ধারিত ৪০ ওভারের আগেই ১৫৪ রানে অলআউট হয় রংপুর। লালমনিরহাটকে ১৫৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় তারা। সর্বোচ্চ ২৯ রান আসে সৌরভের ব্যাট থেকে। জবাবে লালমনিরহাট ব্যাট করতে নেমে দিব্য ও সাহিদের আক্রমনাত্মক বোলিংয়ে কাবু হয়ে যায় লালমনিরহাটের ব্যাটসম্যানরা। তবে সীমান্ত ও লিওনের ব্যাটিংয়ে কিছুটা ভরসা দেখা দিলেও শেষ পর্যন্ত ১৩৩ রানে অল আউট হয় দলটি। দিব্য ৪টি ও সাহিদ ৩টি উইকেট নেন। ব্যাটিং ও বোলিং নৈপূন্যের জন্য জয়ী দলের দিব্যকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রিকেট দলের কোচ জামিউল আলম বাবলু, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শাহাবাত আলী সাব্বু, সিসি নিউজ২৪ ডটকমের সম্পাদক জসীম উদ্দীন, রাইজিং ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ ইমরান ও সাংগঠনিক সম্পাদক মো. কাওসার বিদ্যুৎ , সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি এতেশামুল হক সানি এবং সাবেক ক্রিকেটার মো. জামিল আহমেদ, রাকিব খান, মো. জাহিদী, মো. মিন্টু প্রমূখ।
রাইজিং ক্রিকেট একাডেমি সাধারণ সম্পাদক আশরাফুল আলম মুকুল জানান, ইয়াং টাইগার একাডেমি কাপে শুধুমাত্র অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি। ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি করা আমাদের মূল্য লক্ষ্য।
উক্ত টুর্নামেন্টে রংপুর বিভাগের ১৬ টি দল অংশগ্রহণ করছে। আজ উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মামুনুর রহমান রাজু ও আশরাফুল আলম মানিক।

নীলফামারী প্রতিনিধি 

























