ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার কেন্দ্র নং-১ “সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা”য় এ পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন-এর সাবেক চেয়ারম্যান এস. এম. আদিউল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন। তাঁরা সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে এস. এম. আদিউল ইসলাম বলেন,
“প্রতি বছর এই মেধাবৃত্তি পরীক্ষা দেশের তরুণ প্রজন্মের মাঝে নৈতিক ও মানসিক উৎকর্ষতার চর্চা বাড়িয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়।”
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন বলেন,“কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শুধু মেধা বিকাশেই নয়, সৎ ও আদর্শবান নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”
পরীক্ষা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল জানা যাবে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ঠাকুরগাঁও শহর-এর অফিসিয়াল ফেসবুক আইডি ও পেইজে।

নাজিমুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 


















