ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা ছোট বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি কাভার্ড ভ্যান। এতে আহত হয়েছেন চালক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সার্ভিস লেনে উল্টে গেলে চালক আহত হন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।
এলাকাবাসী আরও জানায়, এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যে সার্ভিস লেনটি চালু করা হয়েছে, সেটি অনেক জায়গায় নিচু ও চাপা হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
তারা অভিযোগ করে বলেন, সার্ভিস লেনটি চালু হওয়ার পর থেকেই বড় বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সিএনজি, ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে বারবার। অনেক সময় এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।
পুলিশের ভাষ্য, সার্ভিস লেনের নিম্নমানের অবস্থা ও সংকীর্ণতার কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়ে চলেছে। তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি 


















