০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণে ১০০ টাকা নেওয়ার অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।

‎জানা যায়, কলেজ কর্তৃপক্ষ গত ২ নভেম্বর ২০২৫ তারিখে অএ কলেজের এক বিজ্ঞপ্তি-৫১ এর মাধ্যমে জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড নির্দিষ্ট তারিখে কলেজ অফিস থেকে বিতরণ করা হবে। সেখানে কোথাও কোনো টাকা প্রদানের কথা উল্লেখ ছিল না।

‎কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে রেজিস্ট্রেশন কার্ড নিতে ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শাখা ও বিজ্ঞান শাখার আসা শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, “বিজ্ঞপ্তিতে টাকা নেওয়ার কথা বলা হয়নি, অথচ কার্ড নিতে এলেই ১০০ টাকা দিতে হচ্ছে।”

‎অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কলেজে এমনভাবে টাকা নেওয়া অন্যায়। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হলে তা লিখিতভাবে জানানো উচিত।”

‎এ বিষয়ে কলেজের অধ্যক্ষ (প্রফেসর শাহ মো.মাছুম বিল্লাহ) এর মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। কেউ অতিরিক্ত টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয় শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণে ১০০ টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।

‎জানা যায়, কলেজ কর্তৃপক্ষ গত ২ নভেম্বর ২০২৫ তারিখে অএ কলেজের এক বিজ্ঞপ্তি-৫১ এর মাধ্যমে জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড নির্দিষ্ট তারিখে কলেজ অফিস থেকে বিতরণ করা হবে। সেখানে কোথাও কোনো টাকা প্রদানের কথা উল্লেখ ছিল না।

‎কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে রেজিস্ট্রেশন কার্ড নিতে ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শাখা ও বিজ্ঞান শাখার আসা শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, “বিজ্ঞপ্তিতে টাকা নেওয়ার কথা বলা হয়নি, অথচ কার্ড নিতে এলেই ১০০ টাকা দিতে হচ্ছে।”

‎অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কলেজে এমনভাবে টাকা নেওয়া অন্যায়। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হলে তা লিখিতভাবে জানানো উচিত।”

‎এ বিষয়ে কলেজের অধ্যক্ষ (প্রফেসর শাহ মো.মাছুম বিল্লাহ) এর মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। কেউ অতিরিক্ত টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয় শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।