নীলফামারীর সৈয়দপুরে “তৃতীয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হলো “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫”। তরুণ প্রজন্মের কল্পনা, রঙ ও ভাবনার সমন্বয়ে গঠিত এই সৃজনশীল আয়োজনটি শিল্পপ্রেমী সকলের মাঝে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর শিল্পকর্মের মাধ্যমে তৃতীয় স্থান অর্জন লাভ করে গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সমন্বয়ক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর, নীলফামারী।
তরুণদের শিল্পচেতনা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উজ্জীবিত করার এক অসাধারণ প্রয়াস হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনুপ্রেরণায় জাগিয়ে তুলেছে।

নীলফামারী জেলা প্রতিনিধি, 


















