নড়াইলের কালিয়ায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রাশেদুজ্জামান বলেন,
“কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। আমরা চাই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আরও বেশি জমিতে রবি ফসল আবাদ করতে পারেন। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে। আশা করছি, কালিয়ার মাঠে এবার সরিষা, গম ও সূর্যমুখীর বাম্পার ফলন দেখা যাবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বলেন,
“কালিয়ার কৃষকরা পরিশ্রমী ও সচেতন। আমাদের লক্ষ্য—এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা হবে। উপজেলা কৃষি অফিস মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক সহায়তা প্রদান করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
কৃষকরা জানান,
“সরকারি সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত। এবার কম খরচে বেশি জমিতে ফসল আবাদ করা সম্ভব হবে। ভালো ফলন পেলে আমাদের জীবনযাত্রার মানও উন্নত হবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফসলভেদে কৃষকদের নির্ধারিত পরিমাণে ডিএপি ও এমওপি সারসহ মানসম্মত বীজ সরবরাহ করা হচ্ছে। আবহাওয়া বা অন্যান্য কারণবশত বিতরণের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি অফিস, কালিয়া, নড়াইল।

সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি 


















