চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের চিহ্নিত আসামি মাসুদ মেম্বারকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ মেম্বার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলাও রয়েছে। এছাড়া তিনি এক মামলায় ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
৩ নভেম্বর ভোর পাঁচটার দিকে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অভিযানটি পরিচালনা করেন এএসআই মোঃ জুমায়েত হোসেন জুয়েল ও তার সঙ্গীয় ফোর্স, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম (পিপিএম-সেবা)’র নির্দেশে।
গ্রেফতারের পর একই দিন সকালে মাসুদ মেম্বারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি মোহাম্মদ শাহ আলম জানান, “গ্রেফতারকৃত মাসুদ মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, মাসুদ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ফরিদগঞ্জে ১৪ মামলার আসামি মাসুদ মেম্বার গ্রেফতার
-
নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধি: - প্রকাশের সময় : ০৩:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- 64
জনপ্রিয়




















