টাঙ্গাইলে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশা চালক সাহেব আলী ও যাত্রী আব্দুল্লাহ। রোববার (২ নভেম্বর) রাত ২টার দিকে টাঙ্গাইল শহরের ঘারিন্দা আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে তারা মারা যান।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়রা বলেন, ঘারিন্দা আন্ডারপাসের নিচে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সেখানে সিসি ক্যামেরা স্থাপন ও গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন।

অমিত হাসান রবিন, টাঙ্গাইল 


















