গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় এলাকায় বাস কাউন্টার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা।
উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় থেকে প্রতিদিন গোপালগঞ্জ, ঢাকা, খুলনা, যশোর, কুয়াকাটাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। তবে স্টার এক্সপ্রেসসহ বিভিন্ন পরিবহনের কোনো স্থায়ী কাউন্টার না থাকায় টিকিট ক্রয়-বিক্রয়ে অনিয়ম ও জটিলতা দেখা দিয়েছে।
স্টার এক্সপ্রেস পরিবহন কর্তৃপক্ষ জানায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থাকা দোকানপাট উচ্ছেদ অভিযানের সময় পরিবহনগুলোর কাউন্টারসমূহ উচ্ছেদ করা হয়। পরবর্তীতে রাস্তার পাশে ফুটপাতে অস্থায়ীভাবে টিকিট বিক্রির চেষ্টা চালানো হলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় অনলাইন টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এছাড়া বৃষ্টি ও রোদে খোলা জায়গায় টিকিট বিক্রি করা সম্ভব হয় না। এতে পরিবহন ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি যাত্রীরাও পড়ছেন চরম দুর্ভোগে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পশ্চিমপাড় জিরো পয়েন্টে বাসের অপেক্ষায় থাকা উপজেলার ডহরপাড়া গ্রামের যাত্রী ইমরান হোসেন বলেন, কিছুদিন আগে কোটালীপাড়া পৌরসভা এখানে একটি যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছে। এতে আমাদের অপেক্ষার কষ্ট অনেকটাই কমেছে। তবে বাসের টিকিট কাউন্টার না থাকায় টিকিট সংগ্রহে আমরা ভোগান্তিতে পড়ছি। যাত্রী ছাউনির পাশে একটি স্থায়ী কাউন্টার নির্মাণ করা হলে যাত্রীদের অনেক উপকার হবে।
পশ্চিমপাড় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. হারুন মোল্লা বলেন, প্রতিদিন অসংখ্য যাত্রী এখানে বাসের জন্য অপেক্ষা করেন। কিন্তু কাউন্টার না থাকায় টিকিট বিক্রি ও যাত্রী ওঠানামার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এটা ঠিকভাবে পরিচালনার জন্য দ্রুত কাউন্টার নির্মাণ জরুরি।
এ বিষয়ে কোটালীপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, পশ্চিমপাড় এলাকায় যাত্রীদের সুবিধার জন্য একটি সুন্দর যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। তবে এখানে বাস কাউন্টার না থাকায় যাত্রীদের ভোগান্তির বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট স্থানে বাস কাউন্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
কোটালীপাড়ায় বাস কাউন্টার না থাকায় যাত্রীদের দুর্ভোগ
-
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ প্রতিনিধি: - প্রকাশের সময় : ০৯:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- 44
জনপ্রিয়




















