গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (নিলগ) এর তত্ত্বাবধানে এবং বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। তিনি বলেন, “গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ তাদের কর্মদক্ষতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বরগুনা প্রতিনিধি: 


















