০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব উন্নয়ন সংস্থা (মাউস) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৭টি পরিবারের হাতে প্রতিটি একটি করে বকনা গাভী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউসের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।

এ সময় সংস্থার সুপারভাইজার সাদুল্লাহ হাবিব, ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপকারভোগী পরিবার ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে দারিদ্র্য বিমোচনের অংশ হিসেবে এই গাভী পালন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংস্থাটি হতদরিদ্র পরিবারের আর্থিক স্বনির্ভরতা ও পুষ্টির উন্নয়ন নিশ্চিত করতে এ কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাভী পালন শুধু একটি পরিবারের আয় বৃদ্ধিতেই নয়, বরং সমাজে দারিদ্র্য হ্রাস, দুধ উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে উপকারভোগীদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেওয়া হয়।
পরিশেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বকনা গাভী হস্তান্তর করেন এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার শুভকামনা জানান।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ

প্রকাশের সময় : ১০:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব উন্নয়ন সংস্থা (মাউস) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৭টি পরিবারের হাতে প্রতিটি একটি করে বকনা গাভী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউসের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।

এ সময় সংস্থার সুপারভাইজার সাদুল্লাহ হাবিব, ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপকারভোগী পরিবার ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে দারিদ্র্য বিমোচনের অংশ হিসেবে এই গাভী পালন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংস্থাটি হতদরিদ্র পরিবারের আর্থিক স্বনির্ভরতা ও পুষ্টির উন্নয়ন নিশ্চিত করতে এ কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাভী পালন শুধু একটি পরিবারের আয় বৃদ্ধিতেই নয়, বরং সমাজে দারিদ্র্য হ্রাস, দুধ উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে উপকারভোগীদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেওয়া হয়।
পরিশেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বকনা গাভী হস্তান্তর করেন এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার শুভকামনা জানান।