০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চরম দুর্ভোগ: আছে খাবার সংকট

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 115

বান্দরবানের লামা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেড ও খাদ্যের চরম সংকটে পড়েছেন রোগীরা। মাত্র ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ভর্তি আছেন ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি প্রায় ১২০ জন রোগী।

অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে যেমন স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে, তেমনই রোগীরাও পর্যাপ্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটির শয্যা সংখ্যা মাত্র ৫০। কিন্তু বর্তমানে এই কেন্দ্রে রোগী ভর্তি আছেন প্রায় ১২০ জন।
ধারণক্ষমতার তুলনায় প্রায় ৭২ শতাংশ বেশি এই বিপুল সংখ্যক রোগীর ভিড় সামাল দিতে বেড, ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাব প্রকট হয়ে উঠেছে। অনেক রোগীকে মেঝেতে বা বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে।
তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে খাদ্য সংকট। রোগীরা অভিযোগ করেছেন, তারা চিকিৎসা পেলেও প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না।

জনপ্রিয়

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ

লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চরম দুর্ভোগ: আছে খাবার সংকট

প্রকাশের সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বান্দরবানের লামা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেড ও খাদ্যের চরম সংকটে পড়েছেন রোগীরা। মাত্র ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ভর্তি আছেন ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি প্রায় ১২০ জন রোগী।

অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে যেমন স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে, তেমনই রোগীরাও পর্যাপ্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটির শয্যা সংখ্যা মাত্র ৫০। কিন্তু বর্তমানে এই কেন্দ্রে রোগী ভর্তি আছেন প্রায় ১২০ জন।
ধারণক্ষমতার তুলনায় প্রায় ৭২ শতাংশ বেশি এই বিপুল সংখ্যক রোগীর ভিড় সামাল দিতে বেড, ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাব প্রকট হয়ে উঠেছে। অনেক রোগীকে মেঝেতে বা বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে।
তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে খাদ্য সংকট। রোগীরা অভিযোগ করেছেন, তারা চিকিৎসা পেলেও প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না।