০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ভৌগোলিক অবস্থান ও উন্নয়নের ভারসাম্য বিবেচনায় মেডিকেল কলেজ হাসপাতাল, বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঠাকুরগাঁও নাগরিক ফোরাম-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, কৃষক, শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ে এখনো কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নেই। ফলে জটিল ও উন্নত চিকিৎসার জন্য রোগীদের রংপুর কিংবা ঢাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অনেক সময় চিকিৎসার অভাবে রোগীদের প্রাণ হারাতে হয়। তাই দ্রুত একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানান তারা।

এছাড়া বক্তারা বলেন, একসময় ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল, সেটি পুনরায় চালু করা হলে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, বাইরের বিনিয়োগকারী ও বিদেশি পর্যটকরা আসতে পারবেন। এর ফলে এখানে শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, ঠাকুরগাঁও কৃষিপ্রধান জেলা হওয়া সত্ত্বেও এখানে কোনো বড় শিল্পাঞ্চল বা ইপিজেড নেই। তাই ইপিজেড ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এ জেলার উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনের মাধ্যমে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— ঠাকুরগাঁও জেলার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভৌগোলিক অবস্থান ও উন্নয়নের ভারসাম্য বিবেচনায় মেডিকেল কলেজ হাসপাতাল, বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঠাকুরগাঁও নাগরিক ফোরাম-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, কৃষক, শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ে এখনো কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নেই। ফলে জটিল ও উন্নত চিকিৎসার জন্য রোগীদের রংপুর কিংবা ঢাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অনেক সময় চিকিৎসার অভাবে রোগীদের প্রাণ হারাতে হয়। তাই দ্রুত একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানান তারা।

এছাড়া বক্তারা বলেন, একসময় ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল, সেটি পুনরায় চালু করা হলে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, বাইরের বিনিয়োগকারী ও বিদেশি পর্যটকরা আসতে পারবেন। এর ফলে এখানে শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, ঠাকুরগাঁও কৃষিপ্রধান জেলা হওয়া সত্ত্বেও এখানে কোনো বড় শিল্পাঞ্চল বা ইপিজেড নেই। তাই ইপিজেড ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এ জেলার উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনের মাধ্যমে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— ঠাকুরগাঁও জেলার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।