০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা: তাড়াশে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ১

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে নওগাঁ ইউনিয়নে একটি ট্রাকের সাথে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওগাঁ বাজার থেকে একটি ট্রাক ফিরছিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে ট্রাকটির সামনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিনে তাড়াশ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং চালকদের গাড়ি চালানো সম্পর্কে অপর্যাপ্ত ধারণা থাকার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা: তাড়াশে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ১

প্রকাশের সময় : ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে নওগাঁ ইউনিয়নে একটি ট্রাকের সাথে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওগাঁ বাজার থেকে একটি ট্রাক ফিরছিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে ট্রাকটির সামনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিনে তাড়াশ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং চালকদের গাড়ি চালানো সম্পর্কে অপর্যাপ্ত ধারণা থাকার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।