বরগুনায় প্রথমবারের মতো “উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ার, বরগুনা”-এর উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে দাঁতের চিকিৎসা ক্যাম্পেইন। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক রোগী এই চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণ করেন।দিনব্যাপী এই ক্যাম্পেইনে অভিজ্ঞ দন্ত চিকিৎসকরা বিনামূল্যে দাঁতের সমস্যা নির্ণয়, চিকিৎসা পরামর্শ, স্কেলিং, ও মুখের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং শিক্ষার্থীরা।
উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের প্রধান দন্ত চিকিৎসক বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো — মানুষের মধ্যে মুখের স্বাস্থ্য ও দাঁতের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বরগুনার সাধারণ মানুষ যেন সুলভে ও সহজে দন্ত চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”
অংশগ্রহণকারীরা এই বিনামূল্যের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতে বরগুনার বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এবিএন ডেস্ক 


















