ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫–২৬ সেশনের ১ম পর্বের নবীন শিক্ষার্থীদের বরণ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা।
উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে পারলেই শিক্ষার্থীরা হবে ভবিষ্যতের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক। তাঁরা আরও বলেন, সুশিক্ষা, শৃঙ্খলা ও আদর্শের মেলবন্ধন ঘটাতে পারলেই ছাত্রসমাজ জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করা হয়। পাশাপাশি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, ব্যক্তিত্ব বিকাশ এবং নৈতিক উৎকর্ষতা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” এর কার্যক্রম সম্পন্ন হয়।

তাকিনুল ইসলাম 


















