টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে একটি তুলার মিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
সম্প্রতি মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আসিফ এবং দৈনিক ঘোষণার আব্দুল্লাহ সংবাদ সংগ্রহের জন্য মিলটিতে যান। এ সময় মিল মালিক রাজু খান সাংবাদিকদের চাঁদাবাজি করার অভিযোগ তুলে প্রকাশ্যে হুমকি দেন এবং বেঁধে রাখার চেষ্টা করেন। তিনি ঔদ্ধত্যের সঙ্গে বলেন, “এখানে আপনাদের চাইতে বড় বড় সাংবাদিক যুক্ত আছেন, আমি আপনাদের নামে মামলা করব।”
দেশে অবৈধ তুলার মিলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অস্বাস্থ্যকর পরিবেশে তুলা উৎপাদন মানবস্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই মিলগুলোতে শ্রমিকদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সরাসরি পরিবেশ ও পানি দূষণ ঘটাচ্ছে।
অবৈধ মিলগুলোর বর্জ্য ও রাসায়নিক পদার্থ নালা ও মাটিতে মিশে পরিবেশ দূষণ ঘটাচ্ছে, যা মানুষের শ্বাসকষ্ট, ত্বক রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ সৃষ্টি করতে পারে। এসব মিলের অধিকাংশই পরিবেশগত নিরাপত্তা বিধি অনুসরণ করে না এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ব্যবস্থা নেয় না।
সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের হুমকি ও হয়রানির ঘটনায় যমুনা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ক্লাব নেতৃবৃন্দ দ্রুত এই অবৈধ মিলটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
যমুনা প্রেসক্লাবের তীব্র নিন্দা
অবৈধ তুলার মিলের বিরুদ্ধে সংবাদ করায় টাঙ্গাইলে দুই সাংবাদিককে হুমকি ও হয়রানি
-
অমিত হাসান রবিন, টাঙ্গাইল - প্রকাশের সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- 110
জনপ্রিয়




















