নাটোরের লালপুর উপজেলায় ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাতপুকুর ইউপি সদস্যের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাটের আদালতে মামলা চলমান রয়েছে একটি আদেশ নামাতে উল্লেখ করা আছে ৪৪ ধারার জারি অমান্য করে দখল গাড়ি রায়হান আলী জোরপূর্বক কাজ করেন ইউপি সদস্য এম এ রশিদ বলেন এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। মামলায় আসামী হিসেবে উল্লেখ করেন ১) আল আমিন (৩৪), পিতা- ময়েজ উদ্দিন, ২) মোঃ জামাল উদ্দীন (৬৫), ৩)আবু রায়হান, পিতা- তফিজ উদ্দিন।
ভুক্তভোগী এম এ রশিদ ইউপি সদস্য জানান, আসামিগণ তাকে একটি তপশীলভুক্ত জমির দাবী ত্যাগ করতে বলেন। তিনি রাজি না হলে তারা তার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে রেজিস্টেরি করতে বলেন না, অস্বীকার করলে ১ ও ২নং আসামী কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং ৩নং আসামী কিল-ঘুষি মারেন।
ঘটনার এক পর্যায়ে ১নং আসামী ভুক্তভোগীর ডান হাতের অনামিকা আঙ্গুলে কামড় দেন, যার ফলে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আঙ্গুলে ৪টি সেলাই করতে হয়। উপস্থিত স্থানীয় সাক্ষীগণ এসে তাকে উদ্ধার করেন। পরে এক ভ্যানচালকের সহায়তায় ভুক্তভোগীকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর দাবি, তিনি চিকিৎসা ও পারিবারিক চাপের কারণে কিছুদিন মামলা করেননি, তবে ন্যায়বিচারের আশায় এখন তিনি দন্ডবিধির ৩৮৫/৩৮৭/৩২৩/৩২৬/১০৯ ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন।
এ বিষয়ে লালপুর থানার একজন কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শিহাব উদ্দিন, নাটোর 


















