শিক্ষক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
আন্দোলনের নেতৃত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান মূসা, সহযোদ্ধা নূরে আলম খান, আসাদ এ সময় সিনিয়র শিক্ষক শ্রী গাদল চন্দ্র রুদ্র বর্তমান শেরপুর-২ (নালিতাবাড়ি-নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রাত্তন শিক্ষক জনাব মো. আবদুল্লাহ বাদশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এই সময় জনাব আবদুল্লাহ বাদশা জানান, এজন্য আমি এবং আমার দল এবি পার্টির পক্ষ থেকে শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি! শিক্ষক সমাজের পক্ষ থেকে জানানো হয়—এই সংবর্ধনা আন্দোলনের নেতৃবৃন্দের সাহস ও ঐক্যের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রতীক। অপরদিকে নেতৃবৃন্দ বলেন, “এই ভালোবাসা ও সম্মান আমাদের আগামী দিনের আন্দোলন ও ন্যায্য দাবি আদায়ে আরও অনুপ্রেরণা যোগাবে।” উল্লেখ্য, সাম্প্রতিক শিক্ষক আন্দোলনে এই নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা রাখায় বিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 





















