শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি) নির্বাচনী প্রচারণায় বাধা ও পোস্টার-ব্যানারে ভাঙচুরের অভিযোগ তুলেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা নালিতাবাড়ি বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টারে গোবর লেপন ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটায়।
নিজের ফেসবুক অ্যাডমিন পোস্টে তিনি লেখেন— “এইটা কে কিভাবে নিবে জনতা? এর জবাব ব্যালট বিপ্লবের মাধ্যমে হবে, ইনশাআল্লাহ।”
সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কর্মপরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া (ভিপি) বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী। জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 


















