০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রামগতিতে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী-শ্বশুর

লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই গ্রামের আবুল কালামের মেয়ে এবং মনির উদ্দিনের ছেলে মো. সমিরের স্ত্রী।

এ ঘটনায় স্বামী মো. সমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে সমিরের সঙ্গে বিয়ে হয় আরমিনার। সম্প্রতি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়ে এক তরুণের সঙ্গে টিকটক ভিডিও বানান তিনি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন আরমিনা। পরে খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “ফেসবুক ও টিকটক নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী, আরমিনা বেগম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

রামগতিতে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামী-শ্বশুর

প্রকাশের সময় : ১০:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে আরমিনা বেগম (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই গ্রামের আবুল কালামের মেয়ে এবং মনির উদ্দিনের ছেলে মো. সমিরের স্ত্রী।

এ ঘটনায় স্বামী মো. সমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে সমিরের সঙ্গে বিয়ে হয় আরমিনার। সম্প্রতি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়ে এক তরুণের সঙ্গে টিকটক ভিডিও বানান তিনি। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন আরমিনা। পরে খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “ফেসবুক ও টিকটক নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী, আরমিনা বেগম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।