বরগুনা সদর উপজেলার সার্কিট হাউস লেকের পাশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সীমান্ত দাস (২৫) নামে এক যুবক। সোমবার (২১ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৩টার দিকে পরিবার পরিকল্পনা অফিসের সামনে একটি শুকনো গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সীমান্ত দাস বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বিজন দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সীমান্ত দাসের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরগুনা প্রতিনিধি 


















