লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে জনতা ব্যাংকের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর ২০২৫ ইং) রাত আনুমানিক ১২টার দিকে পল্লী বিদ্যুতের মিটার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে তিনটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
স্থানীয়রা জানান, রাতে বাজারে কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।
অগ্নিকাণ্ডের ঘটনায় জনতা ব্যাংক, আলেকজান্ডার শাখা আজ (২১ অক্টোবর) বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আবু সালমান , লক্ষ্মীপুর 


















