ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ মোড়ের মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থানের অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য সংরক্ষণে গুরুতর অনিয়ম ধরা পড়ে।
অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থান খুবই নোংরা এবং কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছিল না। ফ্রিজে রান্না ও কাঁচা মাংস একসাথে রাখা এবং খাবার তৈরির স্থানে তেলাপোকা পাওয়া গেছে। এসব গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রানা অর্ণব (ফরিদপুর) প্রতিনিধিঃ 


















