০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
জনতার হাতে ধরা পড়ে থানায় সোপর্দ

আলীকদমে পকেটমার সন্দেহে দুই ব্যক্তি আটক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় পকেটমার সন্দেহে দুই ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে আলীকদম বাজারের ২নং গলিতে এ ঘটনা ঘটে। সাপ্তাহিক বাজারবার উপলক্ষে জনসমাগমের সুযোগে তারা পকেটমারির চেষ্টা চালায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি বাজারে ঘুরে ঘুরে ক্রেতাদের পকেট থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল। একপর্যায়ে তারা মো. আব্দুর হাকিম নামে এক ব্যক্তির পকেট থেকে ওয়ানপ্লাস ১১আর মডেলের একটি স্মার্টফোন তোলার চেষ্টা করে। এছাড়া সাধন চাকমা নামে আরেক ব্যক্তির পকেট থেকে ৩৫০০ টাকা চুরির অভিযোগ পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন—
জামাল হোসেন, পিতা আব্দু ছালাম, গ্রাম: পাহাড়তলী পাড়া, উপজেলা ও জেলা: কক্সবাজার সদর।
আব্দুল আমিন, পিতা মৃত কলিম উল্লাহ, একই এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে পারিবারিক অসচ্ছলতার কারণে এ কাজে জড়িত হয়েছে। স্থানীয়রা তাদের আটক করে কিছুটা ‘উত্তম-মাধ্যম’ দেওয়ার পর আলীকদম থানা পুলিশে হস্তান্তর করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

জনতার হাতে ধরা পড়ে থানায় সোপর্দ

আলীকদমে পকেটমার সন্দেহে দুই ব্যক্তি আটক

প্রকাশের সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় পকেটমার সন্দেহে দুই ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে আলীকদম বাজারের ২নং গলিতে এ ঘটনা ঘটে। সাপ্তাহিক বাজারবার উপলক্ষে জনসমাগমের সুযোগে তারা পকেটমারির চেষ্টা চালায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি বাজারে ঘুরে ঘুরে ক্রেতাদের পকেট থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল। একপর্যায়ে তারা মো. আব্দুর হাকিম নামে এক ব্যক্তির পকেট থেকে ওয়ানপ্লাস ১১আর মডেলের একটি স্মার্টফোন তোলার চেষ্টা করে। এছাড়া সাধন চাকমা নামে আরেক ব্যক্তির পকেট থেকে ৩৫০০ টাকা চুরির অভিযোগ পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন—
জামাল হোসেন, পিতা আব্দু ছালাম, গ্রাম: পাহাড়তলী পাড়া, উপজেলা ও জেলা: কক্সবাজার সদর।
আব্দুল আমিন, পিতা মৃত কলিম উল্লাহ, একই এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে পারিবারিক অসচ্ছলতার কারণে এ কাজে জড়িত হয়েছে। স্থানীয়রা তাদের আটক করে কিছুটা ‘উত্তম-মাধ্যম’ দেওয়ার পর আলীকদম থানা পুলিশে হস্তান্তর করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।