বরগুনা শহরের হোটেল তাজবীন থেকে তিন দিন ধরে জি/ম্মি থাকা আদিত্য চৌধুরী আনন্দ নামে এক তরুণকে উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার রাত ১১টার দিকে যৌথবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আদিত্য চৌধুরী আনন্দ (২৫) বরগুনা জেলার বৌদ্ধ সম্প্রদায়ের একজন যুবক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বরগুনার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে বাইরে নেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা লেনদেনের ঘটনায় বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরেই আদিত্যকে জি/ম্মি করে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে হোটেল তাজবীনে অভিযান চালানো হয়। এ সময় তিনদিন ধরে আটক অবস্থায় থাকা আদিত্য চৌধুরী আনন্দকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, হোটেল তাজবীনে সম্প্রতি অপরিচিত কয়েকজনের সন্দেহজনক আসা-যাওয়া লক্ষ্য করা যাচ্ছিল। উদ্ধার অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বরগুনা প্রতিনিধি 


















