লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সুইচগেইট এলাকার আলী আহম্মদ মিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ১০টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার ভোরে হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকান থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়, তবে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা গ্রাস করে ফেলে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ২ কোটি টাকার মালামাল ও দোকানঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা:
১. ডা. মো. আলমগীর হোসেন (নিশি ফার্মেসি)
২. মো. বেলাল হোসেন
৩. মো. কবির বেপারী
৪. মো. জাকের হোসেন
৫. মো. নুর হোসেন
৬. মো. বাবলু
৭. ডা. মো. রিপন
৮. মো. বাবুল
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডা. মো. আলমগীর হোসেন জানান, তাঁর দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে তাঁর দোকানের সব ওষুধপত্রসহ পল্লী প্রগতি প্রকল্প কাজের গুরুত্বপূর্ণ নথিপত্রও পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন,
“আমি এক মুহূর্তে সবকিছু হারালাম—দোকান, মালামাল, কাগজপত্র কিছুই রইল না। এখন আমি পুরোপুরি নিঃস্ব।”
স্থানীয় জনসাধারণের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং বাজার এলাকায় কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক।

আবু সালমান , লক্ষ্মীপুর 


















