০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কমলনগরে কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা ও প্রায় ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় রিয়াজ উদ্দিনসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। রিয়াজ উদ্দিনের ব্যবসার পুঁজির টাকাও লুট হয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার কমলনগর থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে কমলনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুততম সময়ে ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

কমলনগরে কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

প্রকাশের সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা ও প্রায় ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় রিয়াজ উদ্দিনসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। রিয়াজ উদ্দিনের ব্যবসার পুঁজির টাকাও লুট হয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার কমলনগর থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে কমলনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুততম সময়ে ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।