লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ৭ নম্বর পলাশী ইউনিয়নের মহিষাশর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোছাঃ মরিয়ম বেগম (২৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে তার বসতবাড়ির গোয়ালঘর থেকে আটক করা হয়। তল্লাশিকালে একটি প্লাস্টিকের বস্তা থেকে সর্বমোট ১০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মরিয়ম বেগম মহিষাশর গ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়ার কন্যা।
র্যাব জানায়, “বাংলাদেশ আমাদের অহংকার”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক নির্মূলে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করছে।
পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সনজয় কুমার, স্টাফ রিপোর্টার 


















